Allu Arjun: অল্লুকে দেখতে গিয়ে পদপৃষ্ট হয়ে মৃত্যু, ২৫ লাখ টাকা সাহায্য, পরিবারের সঙ্গে দেখা করতে চান 'পুষ্পা'

কলকাতা: আনন্দের মধ্যেই দুঃসংবাদ। পুষ্পা-জ্বরে যখন কাবু গোটা দেশ, তখন সেই উন্মাদনাই কাল হয়ে দাঁড়াল এক পরিবারের কাছে। হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে ৪ তারিখ ঘটে যায় এক দুর্ঘটনা। ৪ তারিখ হায়দরাবাদে আয়োজন করা হয়েছিল একটি প্রিমিয়ারের। সন্ধ্যা থিয়েটারAds Links by Easy Branches
Play online games for free at games.easybranches.com

Guest Post Services www.easybranches.com/contribute